কর অঞ্চল-৩, চট্টগ্রাম –এর অধিক্ষেত্র

ক্রমিক নং

অধিক্ষেত্রের প্রকৃতি

অধিক্ষেত্র

কোম্পানিজ

চট্টগ্রাম জেলায় প্রধান কার্যালয় অবস্থিত ইংরেজী বর্ণমালার 'F', 'G', 'H' এবং 'M' দ্বারা শুরু লিমিটেড কোম্পানী ও রাঙ্গামাটি জেলার সকল লিমিটেড কোম্পানী এবং উল্লিখিত কোম্পানীর বার্ধক্য তহবিল বা পেনশন তহবিল, আনুতোষিক তহবিল, স্বীকৃত ভবিষ্য তহবিল ও পরিচালকবৃন্দের কর মামলাসমূহ (এল.টি.ইউ ব্যতীত)।

কন্ট্রাকটরস

কোম্পানী ব্যতীত চট্টগ্রাম জেলার ইংরেজী বর্ণমালার 'F', 'G', 'H' এবং 'M' দ্বারা শুরু এরূপ ঠিকাদার শ্রেণীর কর মামলাসমূহ।

বৈতনিক

১। চট্টগ্রাম জেলায় প্রধান কার্যালয় অবস্থিত ইংরেজী বর্ণমালার 'F', 'G', 'H' এবং 'M' দ্বারা শুরু লিমিটেড কোম্পানীর সকল কর্মকর্তা ও কর্মচারীদের কর মামলাসমূহ।

ভৌগোলিক

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নিম্ন লিখিত ওয়ার্ড সমূহঃ

ওয়ার্ড নং-৪: চাঁদগাঁও এলাকাসহ অত্র ওয়ার্ডের অন্যান্য এলাকা।

ওয়ার্ড নং-৫: মোহরা এলাকাসহ অত্র ওয়ার্ডের অন্যান্য এলাকা।

ওয়ার্ড নং-৬: পূর্ব হালিশহর এলাকাসহ অত্র ওয়ার্ডের অন্যান্য এলাকা।

ওয়ার্ড নং-১৭: পশ্চিম বাকলিয়া এলাকাসহ অত্র ওয়ার্ডের অন্যান্য এলাকা।

ওয়ার্ড নং-১৮: পূর্ব বাকলিয়া এলাকাসহ অত্র ওয়ার্ডের অন্যান্য এলাকা।

ওয়ার্ড নং-১৯: দক্ষিণ বাকলিয়া এলাকাসহ অত্র ওয়ার্ডের অন্যান্য এলাকা।

ওয়ার্ড নং-২০: দেওয়ান বাজার এলাকাসহ অত্র ওয়ার্ডের অন্যান্য এলাকা।

ওয়ার্ড নং-৩৫: বক্সিরহাট এলাকাসহ অত্র ওয়ার্ডের অন্যান্য এলাকা।

এবং চট্টগ্রাম বিভাগের রাঙ্গামাটি সিভিল জেলা ও চট্টগ্রাম জেলার পটিয়া, আনোয়ারা উপজেলা

উৎসে কর

চট্টগ্রাম জেলার-

১। বিদেশী ক্রেতার এজেন্টকে প্রদত্ত কমিশন বা পারিশ্রমিক (ধারা ১১৬)

২। সিকিউরিটিজ হস্তান্তর হইতে (ধারা ১৩৫)

৩। কোনো স্টক এক্সচেঞ্জের শেয়ারহোল্ডারদের শেয়ার স্থানান্তর হইতে (ধারা ১৩৬)

৪। স্টক এক্সচেঞ্জের সদস্যদের নিকট হইতে (ধারা ১৩৭)

৫। পরিবহন মাশুল ফরওয়ার্ড এজেন্সি কমিশন (ধারা ১১৩)

৬। বিদ্যুৎ ক্রয়ের বিপরীতে পরিশোধ (ধারা ১১৪)

৭। বিদেশী ক্রেতার এজেন্টকে প্রদত্ত কমিশন বা পারিশ্রমিক (ধারা ১১৬)

৮। লটারি, ইত্যাদি হইতে (ধারা ১১৮)

৯। ক্লিয়ারিং ও ফরওয়ার্ডিং এজেন্টদের নিকট হইতে (ধারা ১২২)

১০। নৌযান পরিচালনা হতে অগ্রিম কর (ধারা ১৩৯)

বিশেষ অধিক্ষেত্র

পর্যায় নির্বিশেষে চট্টগ্রাম জেলার সকল-

১। সিএন্ডএফ এজেন্ট ২। স্বায়ত্তশাসিত সংস্থা ৩। ক্লাব ৪। স্টিভেডরিং ৫। কন্টেইনার ইয়ার্ড ৬। রিকন্ডিশন গাড়ি এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তা/কর্মচারীদের কর মামলাসমূহ।