আমাদের সম্পর্কে

জাতীয় রাজস্ব বোর্ডের আয়কর অনুবিভাগের আওতাধীন কর অঞ্চল-৩, চট্টগ্রামের প্রধান কার্যাবলী হচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক নির্ধারিত রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জনের জন্য প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ এবং এলক্ষ্যে আওতাধীন অধিক্ষেত্রে করযোগ্য আয় রয়েছে এরূপ করদাতাদের আয়কর রিটার্ণ দাখিল ও কর প্রদানে উৎসাহিত করা। এ কর অঞ্চলের কার্যাবলীর মধ্যে আরও রয়েছে ১২ (বার) টি উৎসে করের খাতমনিটরিং করতঃ উৎসে আয়কর আদায় নিশ্চিত করন। করদাতাদের কর সেবা নিশ্চিত করার লক্ষ্যে সিটিজেন চার্টার যথাযথভাবে বাস্তবায়ন করা। কর ফাঁকি উদঘাটনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং বিরোধপূর্ণ রাজস্ব আদায়ে ADR কার্যক্রম জোরদার করা। এছাড়া সরকারের রাজনৈতিক সিদ্ধান্ত অনুযায়ী রাজস্ব আদায়ে কার্যক্রম গ্রহণ, বিভিন্ন Stakeholder দের সাথে সম্পর্ক উন্নয়ন এবং অংশীদারীত্ব বৃদ্ধি ও জরীপ কার্যক্রম পরিচালনার মাধ্যমে করনেট সম্প্রসারণ করে রাজস্ব আদায়ের কার্যক্রম গতিশীল রাখা।

 

রূপকল্প (Vision)

কর অঞ্চল-৩, চট্টগ্রাম- কে একটি আদর্শ কর অঞ্চল হিসেবে গড়ে তোলা।

 

অভিলক্ষ্য (Mission)

কর অঞ্চল-৩, চট্টগ্রামের সক্ষমতা বৃদ্ধি করে সর্বোচ্চমানের করসেবা নিশ্চিত করা।