ঘটনাবলী (Events)

a

কর্মচারীদের সেবা প্রদান এর সক্ষমতা বৃদ্ধিতে ইন-হাউজ প্রশিক্ষণ আয়োজন।

ইভেন্ট তারিখ: 17-01-2022

পাবলিশ তারিখ: 18-01-2022


সবাই মিলে দিব কর
দেশ হবে স্বনির্ভর ।
 
স্বনির্ভরতার এই যাত্রা কে সফল করতে কর অঞ্চল-৩, চট্টগ্রাম নিরলস কাজ করে যাচ্ছে। যার অংশ হিসেবে কর অঞ্চল-৩, চট্টগ্রাম সকল কর্মচারী দের সেবা প্রদান এর সক্ষমতা বৃদ্ধিতে নিয়মিতভাবে ইন-হাউজ প্রশিক্ষণ এর ব্যবস্থা করছে।
 
অত্র কর অঞ্চলের প্রধান সহকারী, উচ্চমান সহকারী ও অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকদের নিয়ে ১৭-১৮ জানুয়ারী, ২০২২খ্রিঃ দুইদিন ব্যাপী এই প্রশিক্ষণ এর উদ্বোধন করেন কর অঞ্চল-৩, চট্টগ্রাম এর সম্মানিত কর কমিশনার , জনাব মো: মাহমুদুর রহমান। প্রথম দিনে উক্ত প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন, অত্র কর অঞ্চলের সম্মানিত অতিরিক্ত কর কমিশনার জনাব মোঃ জাকির হোসেন, যুগ্ম কর কমিশনার জনাব মোঃ ছায়িদুজ্জামান ভূঞা এবং উপ কর কমিশনার জনাব মোঃ কামরুজ্জামান সেরনিয়াবাত।
 
দ্বিতীয় দিনে প্রশিক্ষণ প্রদান করেন সম্মানিত যুগ্ম কর কমিশনার জনাব মোঃ শহিদুল ইসলাম এবং উপ কর কমিশনার জনাব তাপস কুমার চন্দ। প্রশিক্ষণ শেষে কর কমিশনার মহোদয় সকল প্রশিক্ষনার্থীদের সনদপত্র বিতরণ করেন।