 
                                ইভেন্ট তারিখ: 23/08/2016
পাবলিশ তারিখ: 23-08-2016
অদ্য ২৩-০৮-২০১৬ইং তারিখে অত্র কর অঞ্চলের সদ্য বিদায়ী কর কমিশনার জনাব মোঃ নজরুল ইসলাম মহোদয়ের ‘বিদায় সংবর্ধনা’ অনুষ্ঠিত হয়। অত্র অনুষ্ঠানে অত্র কর অঞ্চলের মাননীয় কর কমিশনার জনাব মোঃ মোতাহের হোসেন, পরিদর্শী অতিরিক্ত কর কমিশনার, পরিদর্শী যুগ্ম কর কমিশনারগণ, সকল সার্কেল কর্মকর্তাসহ কর কমিশনারের কার্যালয়ের সকল কর্মচারীগণ উপস্থিত ছিলেন।